
দেড় যুগের বেশি সময় পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কিছুক্ষণ পর গুলশানের কার্যালয় থেকে তার গাড়িবহর বের হওয়ার কথা জানিয়েছে মিডিয়া সেল।
এই খবরে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকেই কার্যালয়ের আশপাশে নেতাকর্মীরা ভিড় করছেন। নেতাকে স্বাগত জানিয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন।
যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরই মধ্যে দুপুর সাড়ে ১২টা থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে।
তাকে স্বাগত জানাতে সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। সেখানে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমাণ রয়েছে।